Header Ads

বুনো হাতি গোয়ালপাড়া র এক বিদ্যালয় ভাঙে, গহপুরে গন্ডারের হাতে চারজন আহত

নয়া ঠাহর,গুয়াহাটি: গোয়ালপাড়া র এক  বিদ্যালয় ভেঙেছে  বুনো হাতি।অপরদিকে   গহপুরে এক গন্ডার আক্রমণ করে চারজন কে আহত করেছে। এদিকে ২৫টি গন্ডার হত্যার মূল অভিযুক্ত লেকেন বাসুমতারি কে গ্রেফতার করা হয়েছে।প্রসঙ্গত ১৯৮৩সালে ৪১টি গন্ডার হত্যা  করার খবর আছে। প্রাক্তন কংগ্রেস মন্ত্রী  রকিবুল হোসেনের  সময় অসমে সব চেয়ে বেশি গন্ডার হত্যা করা হয়। ১৯৮৩ সালে  কংগ্রেসে রাজত্ব ছিল। আজ বোকো য এক বুনো হাতি মৃত্যের সঙ্গে পাঞ্জা  লড়ছে।বন দপ্তর  চুপ করে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.