বাজপেয়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পীযুষ হাজারিকা
নগাঁওতে বাজপেয়ী ভবনের আঁধার শিলা স্থাপন মন্ত্রী পীয়ুষ হাজারিকার।
সুনীল রায় নগাঁও ১৫ফেব্রুয়ারী :- আজ নগাঁও শহরের মরিকলঙে বিজেপির নগাঁও জেলা কার্যালয়ের বাজপেয়ী ভবনের আঁধার শিলা স্থাপনকরে জলসম্পদ , তথা এবং জনসংযোগ বিভাগের মন্ত্রী পীয়ুষ হাজারিকায় ।এই অনুষ্ঠানে উপস্থিত থাকে বিধায়ক দ্বয় রূপক শর্মা, জিতু গোস্বামী,নগাঁও জেলা বিজেপির সভাপতি অভিজিত নাথ।মন্ত্রীজনে সংবাদ মাধ্যমের কাছে বলেন যে রাজ্যটিতে সকলো জেলাতে বিজেপির কার্য্যালয় নির্মিত করে থাকা হচ্ছে।মন্ডল পর্যায়ে আমাদের দলের কার্যালয় নির্মাণ করে থাকা হচ্ছে। ত্রিপুরার নির্বাচনসম্পর্কে সাংবাদিকে প্রশ্ন করাতে মন্ত্রী জনে বলেন যে ত্রিপুরাতে আমি একক সংখ্যা লাভ করে জয়ী হবো।একেই রকম দ্বিতীয় বারের জন্য ত্রিপুরাতে সরকার গঠনকরবো। আমাদের কোনো প্রত্যাহ্বান নাই। তিনি আরও বলেন যে বনাঞ্চল, সত্রগুলিতে বেদখলীকৃত মাটিতে উচ্ছেদ অব্যাহত থাকবে ।কংগ্ৰেস দলকে কঠোর সমালোচনা করে তিনি বলেন যে তাদের সাথেআমাদের মতাদর্শগতপ্রার্থক্য আছে।আমরা গন্ডার, হাতী, বাঘ এই সকলের সুরক্ষার জন্য কাজ করে আসছি। আমাদের সরকারের দিনে আসামে একটি গন্ডার হত্যা হয় নাই। আমাদের সরকার অসমীয়ার সরকার বলে মন্ত্রীজনে মন্তব্য করে।
কোন মন্তব্য নেই