ত্রিপুরার ভোটে বেলা ৩টা পর্যন্ত ৭০শতাংশ ভোট পড়েছে হিংসার হার হ্রাস পেয়েছে
নয়া ঠাহর গুয়াহাটি: ত্রিপুরায় এবার ১৪ হাজার ৫ জন ভোটার প্রথম ভোট দেন। বেলা ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেছেন সিপিএম ভোটারদের আটকানো হয়েছে। গত পাঁচ বছর ভোট ই হয়নি। ৬০টিআসনে২৫৯ জন প্রতিদ্বন্দী তা করছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রথম ভোট টি দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও আগে ভোট দেন। ভোটে হিংসা কম। পাপিয়া দত্ত বলেন বিজেপি ক্ষমতায় ফিরবে। মুখ্য নির্বাচনী অফিসার কিরণ গিটি বলেছেন ত্রিপুরায় আগে ৯০শতাংশ ভোট পড়েছে,ল নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। বলেন বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট চলছে। কংগ্রেস সিপিএম জোট গড়ে লড়ছে। তিপ্রা মথা ভালো ভোট টানবে ,তৃনমূল সুবিধা করতে পারবে না পূর্বাভাস সেই কথায় বলছে। ২৮লাখের বেশি ভোটার ৩মার্চে ফলাফল ঘোষণা করা হবে। বিশাল গড়ে,ও গোমতী জেলাতে সিপিএম কর্মীদের আক্রমণ করার অভিযোগ এসেছে।
।
কোন মন্তব্য নেই