Header Ads

মেঘালয়ে তৃণমূল কংগ্রেস বাঙালি হিন্দু ছেড়ে উপজাতি,খ্রিস্টান জনগোষ্ঠীর দিকে ঝুঁকেছে

 মানস চৌধরী :মমতা বন্দ্যোপাধ্যায়  মেঘালয়ে  এখনো শক্ত জমি খুঁজে পায় নি।  এই রাজ্যের বাঙালি হিন্দুরা বিজেপির  প্রতি সমর্থন অটুট রেখেছে। তৃণমূল নেতারা গারো হিলস জেলা ঘুরে দেখেছে পাহাড়িযা উপজাতি খিস্টনএর বাইরে  বাঙালি হিন্দু দের সমর্থন তৃণমূল পাবে না তাই এই জনগোষ্ঠীর  সমর্থন আদায়ের চেষ্টা করছে। ইতিমধ্যে তৃণমূলে যাওয়া তিনজন বিধায়ক দল ছেড়েছে।আগামী নির্বাচনে খাতা খুলতে পারবে কিনা সন্দেহ আছে। (শিলচর থেকে প্রকাশিত বার্তালিপি তে এক সাক্ষাৎকারে মেঘালয়ের প্রাক্তন মন্ত্রী মানস চৌধুরী এই অভিমত ব্যক্ত করেছেন।)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.