Header Ads

বাল্য বিবাহ রুখতে অসমে অভিযান শুরু, ২০০০ জন কে গ্রেফতার করা হয়েছে

 অমল গুপ্ত,নিউ দিল্লি:বাল্য বিবাহ রুখতে অসমে আজ থেকে জেলায় জেলায় অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে তাঁর কড়া অবস্থানে র কথা জানিয়ে বলেছেন এপর্যন্ত প্রায় ৮হাজারের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে পুলিশ। ১৪ বছরের তলে মেয়েদের বিয়ে করা ব্যক্তিদের বিরুদ্ধে  পকসো আইন লাগু করা হবে।বরাকের হাইলা কান্দি জেলা নিম্ন অসমের প্রতি জেলায় এই আইন ভঙ্গাকারীদের সংখ্যা   মাত্রাধিক। রাজ্যের  সংখ্যা গরিস্ট মুসলিম জনগোষ্টি র মানুষ এই আইনকে বুড়ো আঙুল  দেখিয়ে বাল্য বিবাহ কে  মৌলিক অধিকার বলে ভেবে নিয়েছে। এর ফলে অতিরিক্ত সন্তানের জন্ম অসমের ঘাড়ে চেপেছে। এপর্যন্ত প্রায় ২০০০জনকে গ্রেফতার করা হয়েছে। দেশ জুড়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে।মুখ্যমন্ত্রীর এই কঠোর সিদ্ধান্ত কে দেশবাসী সাধুবাদ জানিয়েছে। অসমের বিস্ফোরক জনসংখ্যা বৃদ্ধির মূলে এবং  পিছিয়ে যাওয়ার মূলে যে অতিরিক্ত সন্তানের জন্ম যা দেশ বাসী বুঝে গেছে।তা নিয়ন্ত্রণ  করতেই হবে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.