Header Ads

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মেগা অনুষ্ঠানে অনুপস্থিত থেকে প্রমান করলেন তাঁর সঙ্গে সর্বানন্দ সনওয়ালের বিরোধ আছে

 অমল গুপ্ত গুয়াহাটি:৫১,দিন বাদ এম ভি গঙ্গা বিলাস  ডিব্রুগরে  পৌঁছিল , দেশের ২৭টি নদী অতিক্রম করে বাংলাদেশ  বেঙ্গল ,উত্তরপ্রদেশ বিহার  রাজ্যের মাঝ দিয়ে ২৬জন সুইজারল্যান্ডের  পর্যটক  জার্মান এর ৩জন পর্যটক নিয়ে ৫১দিন বাদ অসমের ডিব্রুগর  পৌঁছল ।গত ১১ জানুয়ারি বারাণসী থেকে এই ঐহাসিক যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।অসমের মন্ত্রী জয়ন্ত  মল্ল  বড়ুয়া সহ কেন্দ্রের ৬,জন মন্ত্রী উপস্থিত  ছিলেন। অসমে এত বড়  মেগা   এঅনুষ্ঠান হল  অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গেলেন না  তাকে  অভ্য থনা সমিতি   আমন্ত্রণ জানিয়েছিল। তবে এই সমিতির সভাপতি আমন্ত্রণ  জানায় নি বলে সংবাদ সূত্রে জানা গেছে।প্রসঙ্গত এই সমিতির সভাপতি   সর্বানন্দ তিনি মুখ্যমন্ত্রী  কে  আমন্ত্রণ  জানান নি। বলেই মুখ্যমন্ত্রী আজ যান নি। এই অনুষ্ঠান ছিল জাতীয় অনুষ্ঠান যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী জড়িত আছেন।এই অনুষ্ঠানে ।কেন্দ্রের ৬জন মন্ত্রী সহ বাংলাদেশের মন্ত্রী ও উপস্থিত  ছিলেন।আজকের দিনের রাজ্য ক্যাবিনেট কমিটির বৈঠক বসে এবং মুখ্যমন্ত্রী আগামী  বিহু উৎসব  নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান আগামী বিহু উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। এই জাতীয় অনুষ্ঠানে উপস্থিত না থেকে   রাজ্যের বদনাম হল বলে অনেকে মনে করেন। দুজনের ব্যাক্তিগত ইগোর লড়াই  রাজ্যের ক্ষতি করছে। এই  সোনালী যাত্রার কান্ডারি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনওয়াল   এই অনুষ্ঠান সফল হওয়ার জন্যে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



 






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.