সত্যেন্দ্র জৈন এবঙ মানিষ শীষদিয়া দুই মন্ত্রী পদত্যাগ করেন
নয়া ঠাহর কলকাতা: দিল্লির অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রী সভার উপ মুখমন্ত্রী মানিষ সিসদিয় কে মাদক ব্যবসা করার অপরাধে সি বি আই গ্রেফতার করেছে।সেই সংগে স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন ও পদত্যাগ করেন।আম আদমি পার্টি দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন করার হুমকি দিয়েছে।
কোন মন্তব্য নেই