২০বছর পর দেশ চালাবেন মুসলমানরা দাবি সাংসদ বদরুদ্দীন আজমলের
অমল গুপ্ত: গুয়াহাটি;২০বছর পর দেশ চালাবেন মুসলমান রা ,অসমের মুসলমান দের নানা ভাবে অপদস্ত করছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন সংখ্যা লঘুদের ভোট চাইনা, তিনি বাঙালি হিন্দুদের সমর্থনের কথা বলছেন আবার রাজ্যে বিজেপি সরকার গড়তে যাদের অবদান সবচেয়ে বেশি সেই ৭০,৭৫লাখ বাঙালি হিন্দুকে চাপে রাখতে ভয় দেখিয়ে ভোট আদায়ের জন্য ২০২৪সালে লোকসভা নির্বাচনের আগে বিদেশি নোটিশ ধরাবার সব পক্রিয়া শুরু করেছে বলে তৃণমূল দলের এক সূত্র দাবি করেন। এদিকে রাজ্যের মুসলিম বিধায়ক রা এক গোপন বৈঠক করে কংগ্রেস এ আই ইউ ডি এফ বিধায়ক রা এক জোট করে বিজেপি কে মোকাবিলা করার প্রক্রিয়ার সূচনা করছে।এই আবহে এই আই ইউ ডি এফ প্রধান তথা সাংসদ বদরুদ্দীন আজমল বিজেপি সরকারের বিরোদ্ধে তাঁর ক্ষোভ উগড়িয়ে দিলেন ।শনি বার এক অনুষ্ঠানে দাবি করেন ২০বছর পর দেশ চালাবেন মুসলমান রা।বলেন উচ্ছেদের নামে বাল্য বিবাহের নামে মুসলিমদের অত্যাচার করা হচ্ছে। মাদ্রাসা বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।নিরীহ মানুষ কে অপরাধী সাজিয়ে এন কাউন্টারের নামে হত্যা করা হচ্ছে।
বলেন মুসলিম দের গ্রেফতার করা হলেও একই অপরাধে হিন্দুদের ছেড়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন অসমের মুসলিম সমাজ খুব ভালো আছে ফুর্ত্তি তেই আছে এই দাবি উড়িয়ে দিয়ে সাংসদ বাদরুদ্দি ন বলেন রাজ্যের মুসলিম সমাজ কি ভীষণ দুরবস্থার মধ্যে আছেন তা একবার চর অঞ্চলে গিয়ে দেখে আসুন। এদিকে কোকরাঝড়ে বড়ো সাহিত্য সভার অধিবেশনে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী শনিবার বলেন রাজ্যে মুসলিম সমাজ এগিয়ে যাচ্ছে ১০০০ টি মেডিক্যাল আসনে ২৭৫টি আদন সংখ্যালঘু ছাত্ররা পেয়েছেন। চর অঞ্চলের শিক্ষার প্রসার হচ্ছে।
কোন মন্তব্য নেই