কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতা পবন খেরা কে গ্রেফতার করতে হাফলং পুলিশ দিল্লি যায়
নয়া ঠাহর ,গুয়াহাটি:কংগ্রেস নেতা পবন খেরা আজ দিল্লীতে এক উপস্থিত থেকে রায় পুরের এক সভায় যাওয়ার জন্যে বিমানে চড়ার জন্যে বিমান বন্দরে উপস্থিত থাকার সময় অসমের মুখ্য মন্ত্রীর নির্দেশে হাফ লং পুলিশ তাকে গ্রেফতার করে।ঐনেতা প্রধান মন্ত্রী সম্পর্কে আপত্তি কর কথা বলায় তাকে গ্রেফতার করা হয় পরে জামিন মঞ্জুর করা হয়। এই ইস্যুটি রাষ্ট্রিয় রাজনীতিতে প্রভাব ফেলায়। বিরোধী নেতা দেবব্রত সাইকিয়া তীব্র প্রতিবাদ করেন।
কোন মন্তব্য নেই