Header Ads

অসমের প্রতিটি বাজারে শাক ,সবজি, মাছ মাংস তে ব্যাপক কীটনাশক ব্যবহার সরকার নিরব

অমল গুপ্ত :,গুয়াহাটি:অসমের প্রতিটি বাজারে শাক সবজি  মাছ মাংসে ব্যাপক হারে   কীটনাশক ব্যবহার করা হয়। সরকার নীরব দর্শক। পানীয় জলের উৎসগুলি  আর্সেনিক যুক্ত বিষ ,  ভূগর্ভস্থ জল  কোথা থেকে উত্তলন করা হয় ? সরকার জানে কি? নিম্ন অসমের বরপেটা  খরুপেটিয়া সবজি বাজার  ঘুরে দেখেছেন কি  গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল? গুয়াহাটি মহানগরের সবুজ পাহাড়গুলো সব বেদখল হয়ে গেছে। বর্ষার সময় ধস নামবে আর গরিব মানুষের মৃত্যু ঘটবে সরকার প্রতিরোধ মূলক ব্যবস্থা  নিচ্ছে কি?  এই নেগেটিভ খবরের মাজে ভাল খবর গুয়াহাটি হাই কোর্ট  নির্দেশ দিয়েছেন শাক সবজিতে অতিরিক্ত কীট নাশক প্রতিরোধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।আইনজীবী  হিমা ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।  মাছ টাটকা দেখাতে ইউরিয়া খাসি কে  হরমোন ইনজেকশন  দেওয়া  বন্ধ হবে কি? নগরের বড় বড় প্রাসাদের পানীয় জল ব্যবস্থা করতে বেআইনি ভাবে ভূগর্ভস্থ  জল তোলা হয় তা বন্ধ করা যাবে কি? অসম  বিধানসভায় জল নিয়ে এক বিল  তোলা হয়েছিল তার কি?  ভেজাল দুধ ভেজাল মশলা পাতি  তো  চলছেই।সবুজ শাক সবজিতে ব্যাপক  ভেজাল। হাই ব্রিড কুমড়ো,   লাউ   ,   তরমুজ  নকল কমলা যাকে কেনো বলা হয় পাঞ্জাব, হিমাচল প্রদেশ থেকে  আমদানি করা ।হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.