২১ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস বিশ্ব জুড়ে উদযাপিত
অমল গুপ্ত ,গুয়াহাটি: ১৯৫২ সালের২১ফেব্রুয়ারি আর ১৯৬১সালের১৯মে এই দু ই ঐতিহাসিক দিন। বিশ্বের বাংলাভাষী মানুষের আত্মত্যাগের দিন বাংলা দেশের ঢাকা নগরে বাংলা ভাষা রক্ষার তাগিতে প্রাণ আহুতি দিয়েছিলেন আব্দুর সালাম,আবুল বরকত,রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার,ও শফিক রহমান ।অপরদিকে ভারতের ছোট্ট উপত্যকা বরাকের শিলচর শহরে মাতৃ ভাষা বাংলা রক্ষার জন্যে প্রাণ আহুতি কমলা ভট্টাচার্য নামে যুবতী সহ ১১জন তার তাজা যুবক। রাষ্ট্রসংঘ ২১ফেব্রুয়ারি কে আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভাগ্যের কথা কমলা কানাই লাল নিয়োগী , তরণী চন্দ্র দেবনাথ, সু কোমল পুরকায়স্থ , সুনীল সরকার , সচিন্দ্র পাল, চন্দ্রি চরণ সূত্রধর , হিতেশ বিশ্বাস বীরেন্দ্র সূত্রধর ,কুমুদ রঞ্জন দাস,সত্যেন্দ্র দেব আজও প্রাণ আহুতির দাম পেলেন না। তদানীন্তন অগপ, কংগ্রেস সরকার বর্তমান বিজেপি সরকার আজ স্বাধীনতার ৭৫বছর পার করেও ১১ যুবককে সম্মান জানাল না। এই সরকার নানা আশ্বাস দিলেও শিলচর রেল স্টেশন কে ভাষা শহীদ স্টেশনের মর্য্যাদা প্রদান করল না।কিছু উপজাতি গোষ্ঠীর বাধা দানের জন্যে নাকি ফাইল আটকে গিয়ে গিয়েছে
জব্বর যুক্তি। বর্তমান বিজেপি সরকার বরাকের ভাষা শহীদ দের জন্যে মর্য্যাদা তো দেয় নি।হতভাগ্য পরিবার গুলির আর্থিক ভাবে সাহায্য।প্রদান করেনি। বাংলা দেশের ভাষা শহীদ দের নামে আজ দেশ মুখরিত হবে স্মরণ উৎসব পালন করবে আরভাষার কারণে প্রাণ আহুতি দেওয়া ১১জনের নামই উচ্চারণ করবে না। সিলচরের এই হত্যাকাণ্ডের আজও বিচার হল না। তদন্ত কমিটির ফাইল নাকি হারিয়ে গেছে। নেলি গণ হত্যার তদন্ত ফাইল যেমন হারিয়ে গিয়েছিল।
n
কোন মন্তব্য নেই