Header Ads

গুয়াহাটি মহানগরে দুজনকে হত্যা করে ফ্রিজে মৃতদেহ রাখা হয়

নয়া ঠাহর,গুয়াহাটি:রাজ্যে প্রথম গুয়াহাটি  শহরে দুজনকে হত্যা করে ফ্রিজে রাখা হয়। বন্দনা নামে এক মহিলা এই  হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। সঙ্করী দে এবং অমর জ্যোতি দে নামে দুজনকে হত্যা করে  টুকরো টুকরো করে চেরাপুঞ্জির পাহাড় থেকে ফেলে দেওয়া হয়।বন্দনা  শশুরের আকাউন্ট থেকে 5লাখ টাকা তুলে ছিলেন। অমর রের মাথা কেটে ফেলা হয়। গাড়িতে ভরে দুজনের।মরদেহ মেঘালয়ের ডাউকি নিয়ে গিয়ে  পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। সংকরি দে  মৃতদেহ উদ্ধার করা হয়েছে  সঙ্করী র মাথা কাটা ছিল  পাওয়া যায় নি। একটা হাত ও পাওয়া যায় নি। বন্দনা   হত্যার পর দিল্লীতে ঘুরতে যান মন্দিরে পুজো দেন। ভাড়া নিয়ে কাজিয়া হয়। এদিকে তিনসুকিয়ার লিডু তে আলফা নেতা উদয় অসমের হত্যাকান্ডের বদলা হিসাবে তিনজন কে উগ্রপন্থী হত্যা করেছে বলে অভিযোগ এসেছে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.