Header Ads

দুরারোগ্য রোগে আক্রান্ত ছাত্রী ভায় লিনের আহবান মুখ্যমন্ত্রীর কাছে

দুরারোগ্য‌ রোগে আক্রান্ত ছাত্রী ভায়লীনার আহ্বান মূখ্যমন্ত্রীর কাছে।
সুনীল রায় নগাঁও ১৪ফেব্রুযারী :-ছাত্রীজনের নাম ভায়লীনা শ ইকীয়া (গুণ গুণ)।ভাল লাগা মেয়েটি বর্তমান সপ্তম শ্রেণীর ছাত্রী।নগাঁওয়ের উরিয়াগাঁও বালিকা মজলীয়া বিদ্যালয়ের এই  ছাত্রীজন গত চার মাস ধরে এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে।বঢ়মপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ঘত উরিয়াগাঁও নিবাসী প্রবোধ কুমার শ ইকীয়া এবং লীনা শ ইকীয়ার একমাত্র সন্তান ভায়লীনাকে নিয়ে পরিয়ালটি ছিল বহু স্বপ্ন।অত্যান্ত ভাল ছাত্রী হিসাবে ভালবাসা- আদর লাভ করা ভায়লীনা সম্প্রতি টি সেল ব্লাড কেন্সার নামে এক জটিল রোগে আক্রান্ত হয়ে গত চার মাস ধরে চিকিৎসাধীন হয়ে আছেগুয়াহাটীর বি বরুয়া কেন্সার হসপিটালে।দরিদ্র পরিয়ালটির ভায়লীনার চিকিৎসার জন্য ইতিমধ্যে মাটি-বাড়ী বিক্রী করে সর্বস্বান্ত হয়ে পরেছে যদিও কোনো উন্নতি হয় নাই।পরিয়ালের সূত্রে জানতে পারা মতে ভায়লীনার উন্নত চিকিৎসার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন,যত অর্থের প্রযোজন পরিযালটি করার মত সক্ষম না।এই ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে এই কিশোরীর জনের জীবনটিকে ক্রমে অন্ধকার নেমে এসার সময়ে বাঁচে থাকার অদম্য বাসনার কথা নিজেই প্রকাশ করেছেছাত্রীজনে।এই সম্পর্কে ইতিমধ্যে ছাত্রীজনে নিজের হাতে লেখা একটি পত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা কে হোযাটছ এপ যোগে প্রেরন করেছে বলে পরিবারের লোকে জানান।পত্রটিতে ছাত্রী জনে লিখেছেন ---- শ্রদ্ধার মামা, আপনাকে ভালবাসা এবং প্রনাম জানালাম। আমার নাম ভায়লীনা শ ইকীয়া, নগাঁওতে বাড়ী।আমি একজন ব্লাড কেন্সার রোগী।আমি বি বরুয়া কেন্সার হসপিটালে চিকিৎসাধীন হয়ে আছি। এইখানের চিকিৎসাকে মুম্বাইতে নিয়ে বনমেরু সংরোপন করতে পরামর্শ দিয়েছে। আমার বাবার অত্যান্ত গরীব মানুষ। আমার চিকিৎসার জন্য মাটি- বাড়ী বিক্রি করে শেষ করে দিয়েছে। মামা , আমি বাঁচে থাকার জন্য খুব ইচ্ছা।মা- বাবার একমাত্র সন্তান।আপনি আমার শেষ ভরসা।আপনার সহায় এবং ভগবানের কৃপাতে আমি বাঁচে থাকতে নিশ্চয় পারবো।ঈশ্বরে আপনাকে এবং আপনার পরিযালকে সুখ - শান্তি, দীর্ঘ জীবন দান করবে।এই কামনারে - ভায়লীনা শ ইকীয়া (গুণ গুণ)।অবশ্যে পত্রটি মূখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে কি না না এই সম্পর্কে জানতে পারা যায় নাই আন্যদিকে, একমাত্র সন্তানটির এই ধরনের অবস্থা দেখে দিশাহারা হয়ে পরা পিতৃ- মাতৃ তথা পরিবারের লোকে স্থানীয় বিধায়ক জিতু গোস্বামীর সহিত যোগা যোগ করার জন্য চেষ্টা করেছে। সেইভাবে, মূখ্যমন্ত্রী ড০হিমন্ত বিশ্ব শর্মকে পরিয়ালের তরফ হতে মূখ্যমন্ত্রীর সাহায্য পুঁজির জন্য আবেদন করেছে।এই ধরনের অবস্থায় অসহায় হয়ে পরা পরিবারটির তরফ হতে জনগনের কাছে কাতর ভাবে সহায় করতে আহ্বান জানিয়েছেন।কোনো শুভাকাঙ্ক্ষীয়ে সহায়ের জন্য ইচ্ছা করে যদি ফোন নম্বর ৯১২৭৫৩৯৪৪৮র সহিত যোগাযোগ করতে অথবা SBI-র নগাঁও শাখার একাউন্ট নং ১০৯৬৫৫৭৯০৬০(, IFSC=SBI Nooo146)রোগে প্রেরন করতে পারবে বলে পরিবারের তরফ হতে জানতে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.