Header Ads

জোশী মঠ ধসছে ,৮০০ বাড়িতে ফাটল ,দার্জিলিং ও আতঙ্ক ,সভ্যতার চাপ নিতে পারছে না দেবভূমি আবার ভূমিকম্প

 অমল গুপ্ত  ,গুয়াহাটি উত্তরা খন্ডের চামেলি জেলার জোশি মঠে৩৮০০মানুষের বাস ,৬০০টিপরিবার কে সরিয়ে নেওয়া হয়েছে।  দার্জিলিং সিকিম, কালিম্পঙ  কার্শিয়াং  মিরিক ভূমিকম্প প্রবন এলাকা  অনিয়ন্ত্রিত বেআইনি ভাবে রাস্তা ঘাট ঘর বাড়ি গড়ে উঠেছে।  দার্জিলিং এ ১৩২টি  বেআইনি বাড়ির খোঁজ পাওয়া গেছে। দার্জিলিং জেলা সাইসমিক-৪ জনের মধ্যে পড়ে।স্পর্শকাতর  শহর  জোশী মঠ একাধিক নদীবাঁধ জল বিদ্যুত কেন্দ্র,তোপবনে বিষ্ণু গড়ে বৃহৎ জল বিদ্যুত কেন্দ্র শহরের নড়বড়ে ভীত আরো দুর্বল হয়ে গেছে।অসম ও পিছিয়ে নেই। পাহাড় গুলোতে বেআইনি ভাবে ঘর বাড়ি গজিয়ে উঠেছে। নিয়ন্ত্রণ নেই।জোশী মঠ কে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হতে পারে।জোশী মঠ ছুঁয়েই বাদ্রিনাথ হেমকুন্ডু যেতে হয়।ভারত চীন সীমান্তে পৌঁছতে এই শহরের একাধিক রাস্তায় ফাটল দেখা দিয়েছে। অসম সরকারের উচিত পাহারগুলির  বেআইনি দখল মুক্ত করা নতুবা বিপদ আসতে পারে।অসম ভূমিকম্প প্রবন এলাকা তা সবাই জানে।উত্তরা খন্ড দেখে শিক্ষা নেওয়া উচিত। গুয়াহাটি মহানগরের ১৭টি পাহাড় বেধকল হয়ে গেছে। কইনা ধরা পাহাড়ের চূড়ায় বিশাল বাড়ি নির্মিত হয়েছে। সরকারের নিয়ন্ত্রণ নেই।  ভূমিকম্পন এলাকা বহুবার ভুমিকম্প হয়েছে শহর কেঁপে উঠছে। জোশী মঠ কে বসবাসের অনুপযুক্ত বলে সরকার ঘোষণা করেছে।৩০শতাংশ  এলাকায় ফাটল দেখা দিয়েছে। সভ্যতার চাপ নিতে পারছে না দেবভূমি। ২০২১সালে ভয়াবহ   বন্যার ফলে জোশী মঠ ধুয়ে মুছে যায়। গত ২জানুয়ারি থেকে ফাটল শুরু হয়। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধ্যামী জানিয়ে দিয়েছেন জোশী মঠ আর  নিরাপদ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়ে বলছেন জোশী মঠ মানুষের পাশে কেন্দ্রীয় সরকার আছে। জরুরি বৈঠক ডাকা হয়েছে।১০জানুয়ারি ইন্দোনেশিয়া তেব্যাপক হারে  ভূমিকম্প হয়েছে ।ব্যাপক ক্ষতি তা অস্ট্রেলিয়া পযন্ত কেঁপে উঠেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.