Header Ads

বিশ্বের মধ্যে সর্বোচ্চ ৫১দিন ধরে বারাণসী ডিব্রুগরে র মধ্যে ৪০০০ কিলোমিটার বিলাসী জাহাজ ছুটবে : সর্বানন্দ

অমল গুপ্ত গুয়াহাটি:  বিশ্বের ইতিহাসে ভারতের বারাণসী থেকে ডিব্রুগরে র মাঝে  ৫১ দিন  ব্যাপী তিনতলা বিশিস্ট  বিলাসী জাহাজ  ক্রুজ  ছুটবে।এই ক্রুজ  গত ১৩জানুয়ারি প্রধান মন্ত্রী বারাণসী থেকে  সবুজ সংকেত দিয়ে সূচনা করবেন।এই ক্রুজে সব যাত্রী সুইজারল্যান্ড এর বাসিন্দা ২৭ টি নদী অতিক্রম করবে।।ভাড়া পড়বে ৩০০ডলার করে। প্রধান মন্ত্রী  একই সঙ্গে আগামী ১৩ জানুয়ারি পাণ্ডু তে এক জাহাজ মেরামতি কারখানা ও সূচনা করবেন বলে কেন্দ্রীয় জাহাজ জলপথ আয়ুস মন্ত্রকের মন্ত্রী সর্বানন্দ  এক তাজ ভিভেন্ট হোটেলে জানান।  তিনি জানান  ক্রুজ ১৮তারিখে ধুবরী পাবে।   বলেন ধুবরী  গুয়াহাটি কাজিরাঙা    যোগিগপা পরিদর্শন করবে  যাত্রীরা।
 বলেন প্রধান মন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে  সর্বাধিক গুরুত্ত দিয়েছে ।  অসমের সঙ্গে বাংলাদেশের সঙ্গে মঙ্গলা, চিটা গাং বন্দরের মধ্যে পণ্য পরিবহন  করা হবে।কেন্দ্রীয় মন্ত্রী পরিবেশ দূষণ রোধ করার জন্যে গ্রীন  পরিবহনের উপর জোর দেওয়া হয়েছে।

















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.