Header Ads

স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে হাতিগাঁওয়ের" ভিগেন ইন্ডিয়া "উল্লেখযোগ্য পরিষেবা দিচ্ছে

নয়া ঠাহর,গুয়াহাটি:আজ কাল যে  কোনো রোগের চিকিৎসা খরচ সাধারণ মানুষের পক্ষে ব্যয় বহুল    । সেই দিক থেকে গুয়াহাটির  থেরাপি  চিকিৎসা সম্পূর্ণ  বিনা পয়সার এক পয়সাও লাগেনা
আজ  নিজের কার্য্যালয়ে বসে  ভিগেন ইন্ডিয়ার কর্ণধার বুল বুল  চৌধুরী  জানান এই চিকিৎসা প্রতিষ্ঠানে  চিকিৎসার জন্য বহু মানুষ আসেন।প্রতিদিন প্রায় ১০০,১৫০রুগী আসেন। অধিকাংশের হাঁটু র  ব্যাথা ও অন্যান্য সমস্যা নিয়ে আসেন।এক এক জনকে দুইবার ৪০মিনিট করে ৮০মিনিট  থেরাপি দেওয়া হয়।দক্ষিণ কোরিয়ার এই চিকিৎসা ব্যবস্থা শরীরের অধিকাংশ রোগের উপশম ঘটে। এই  হেলথ কেয়ার সেন্টার উন্নয়নের চেষ্টা হচ্ছে। হাতিগাঁও পেট্রোল পাম্প এত বিপরীতে টলসটয় মার্গ এর শেষ প্রান্তে ভিগেন ইন্ডিয়ার প্রধান কার্য্যালয়  সকাল ৬টা থেকে শুরু সন্ধ্যা ৬,৩০ পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা আছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.