Header Ads

এন আর সি কেলেঙ্কারি তে মধ্যপ্রাচ্যের যোগ এর অভিযোগ এ পি ডব্লুর চেয়ারম্যান অভিজিৎ শর্মার

নয়া ঠাহর ,গুয়াহাটি: এন আর সি দুর্নীতি সংক্রান্ত ক্যাগের  প্রতিবেদনে ৩০০ কোটি টাকার  নয় ছয় এর অভিযোগ করেছেন এ পি ডব্লুর  চেয়ারম্যান অভিজিৎ শর্মা তিনি  অভিযোগ করেনি এই দুর্নীতির সঙ্গে  মধ্য প্রাচ্যও আমেরিকার যোগ আছে। গ্রিনহাউস কেলেঙ্কারি র নায়ক  আরমান শেখের দিকেও আঙ্গুল তুলেছেন অভিজিৎ শর্মা। এন আর সির অন্যতম আবেদনকারী শর্মা ১১জানুয়ারি সাংবাদিক সম্মেলনে জানান  অভিনেত্রী জয়া  শীলের ভাই প্রলয় শীল আর  তাদের ভগ্নিপতি আরমান শেখ এন আর সির খসড়া থেকে বাদ পড়া ৮০লাখ মানুষের নাম অর্ন্তভুক্ত  জন্যে হাজার টাকা করে সংগ্রহ করেছিলেন  দৈনিক যুগসংখ সংবাদ পত্রে অভিযোগ করা হয়েছে।দুর্নীতির সব লেনদেন কথা বার্তা হয়েছিল ভাঙাগরের লাল ভবন অসম ফ্লাও যার মিলের ভবনে বসে। সব  বিদেশির নাম স্বদেশী করেছিলেন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার অভিজিৎ ভূঁইয়া। তিনি প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও  প্রতীক হাজেলার দিকেও আঙ্গুল তোলেন।বিচারপতি গগৈ তাঁর এক গ্রন্থে এনআর সি  সমন্বয়ক প্রতীক হাজেলাকে বিতারণ করার জন্যে অভিজিৎ  শর্মাকে দায়ী করেছেন। তাতেই শর্মা ফুঁসে উঠেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.