কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীকে হত্যার চেষ্টা অসমে হাতি হত্যা করে দাঁত কেটে নেওয়া হয়
নয়া ঠাহর ,গুয়াহাটি নাগপুরে অবস্থান কালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গারকারীকে হত্যার চেষ্টা করার হুমকি।কর্ণাটক থেকে তিনবার হুমকি দিয়ে ফোন করার অভিযোগ এসেছে। আজ কাজিরাঙা যে এক পথ দুর্ঘটনা তে তিনজন শ্রমিক নিহত হয়েছে তিনজনের পদবি কর্মকার বলে জানা গেছে।আজ গুয়াহাটি বরাকের বরাক লজ নামে এক হোটেলে ২২প্যাকেট ৩০০ গ্রাম হিরোইন পাওয়া গেছে।যার মূল্য ২কোটিরও বেশি।
মণিপুরের এক জনকে গ্রেফতার করা হয়েছে। ডিব্রুগরে বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকুন গুরুতর অসুস্থ বলে জানা গেছে। কাজিরাঙ্গার বুরাপাহারে ১৪৪জারির পরেও মাছ ধরাকে কেন্দ্র করে গুলি চালানো হয় কয়েকজন আহত হয়েছে। পথ অবরোধ করা হয়। পরম্পরা রক্ষা করতে এই শিকার
আজ মকর সংক্রান্তি ভোগের বিহু ভেলা ঘর নির্মাণ করা হয়েছে রাতে সবাই এক সাথে খাবে
বিহার বাংলাদেশের মাছও বাজারে হাজির
আর, চিতল, কাতলা, রুই , খাসি হাঁস মুরগির বাজার । ৩৫কেজি মাপের মাছ বিক্রি হয়েছে গুয়াহাটিতে সঙ্গে দই পিঠা ক্রীম তো আছেই।সেই ভোগালি বিহুৰ উৎসাহ সেই উৎসবে বাঙালি দের পিঠে পুলি র খবর পাওয়া গেলনা।বরাক উপত্যকাত অবশ্যই দেখা যাবে রাহুল গান্ধীর ভারত জড়ো কর্মসূচিতে রেল চাপা পড়ে কংগ্রেস নেতার মৃত্যর খবর এসেছে।
গুয়াহাটি জটিয়া তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।কার্বিযালঙ দিকিলি বনানঞ্চলে এক হাতি হত্যা করে দুর্বৃত্তরা দুটি দাঁত কেটে নিয়ে পালায়।দুদিন আগে হাতিটিকে হত্যা করা হয়। মালিগাঁ ও আজ উড়াল পুল ভেঙে শ্রমিক আহত হয় আগেও এমন ঘটনা ঘটেছে।
কোন মন্তব্য নেই