মকর সংক্রান্তি ও ভোগালি বিহুর শুভেচ্ছা
মকর সংক্রান্তি ভোগালি বিহুর শুভেচ্ছা সহ
মকর সংক্রান্তি
যুগে যুগে ধন্য তুমি
ধন্য মকর সংক্রান্তি,
তোমায় নিয়ে দিকে দিকে
সব আনন্দে মাতামাতি।
তোমায় ঘিরে ঘোর লেগেছে
ধর্মপ্রাণ মানুষের মনে,
ছুটছে তারা গঙ্গা সাগর
ডুবতে পবিত্র স্নানে।
ফসল তোলার উৎসব আজ
বাংলার চাষি মানে,
পিঠে পুলির স্বাদ মেটাতে
মা মাসীরা জানে।
নদী ভৈয়াম অসম দেশে
ঘর বেঁধেছ নতুন বেশে,
অসমিয়া ভাই বোনেরা
কাটাচ্ছে দিন খেলে হেঁসে।
আকাশ বাতাসে পাতলে কান
শুনবে আনন্দ কুহু,
মেজি পোড়ানোর পরম তাপে
মুখর ভোগালি বিহু।
- সেখ আব্দুল মান্নান
_________________________
কোন মন্তব্য নেই