Header Ads

বাংলাদেশে বাঙালি হিন্দু নির্য্যাতন বাড়ছে স্বীকার করলেন বাংলাদেশের বাঙালিব নেতারা

 অমল গুপ্ত , ,গুয়াহাটি:  বাংলাদেশের অর্থনীতি ভারতের থেকেও শক্তি শালী , জিডিপির হার ভারতের থেকে বহু বেশি তাই একজন বাংলাদেশী ও  বাংলাদেশ থেকে ভারতে যেতে চান না বাংলাদেশের এক মন্ত্রীর এই ব্যাখ্যা মেনে নেওয়া গেল না। বাংলাদেশে  গুড উইল মিশনে গিয়ে অসমের বিশিস্ট সাংবাদিক বিরেশ্বর দাস   যে প্রতিবেদন পেশ করেন তাতে প্রমাণিত হয়  সেদেশে হিন্দু  নিগ্রহের  ঘটনার নিয়ন্ত্রণ নেই। প্রায় পাতিদিন হিন্দু নির্য্যাতন  ঘটেই চলেছে। বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটিই মন্দির  ঢাকেশ্বরী মন্দিরের জমিও দখল হয়ে গেছে। এর পর হাসিনা সরকারের লজ্জা  ঢাকার জায়গা কোথায়? সেই দেশের মন্ত্রীরা উন্নয়ন নিয়ে কথা বলছেন  যে দেশের সরকার নিজের দেশের নাগরিকদের  রক্ষা করতে পারেনা সেই দেশের উন্নয়ন নিয়ে বড়াই করা সাজে না। কিসের উন্নয়ন মানুষ খুন করে লুটপাট চালিয়ে ধষণ করে জমি দখল করে উন্নয়ন !বাংলাদেশে ভারত বিরোধী মৌল বাদীদের দাপটের কাছে মুজিব কন্যা হাসিনা সরকার  চোখ বন্ধ করে আত্ম সমর্পণ করেছে। তাদের কড়া হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। ভারত পাশে না থাকলে বাংলাদেশের স্বাধীনতা আসতো না এই অসম ত্রিপুরার কয়েক লক্ষ মানুষ  মুক্তি আন্দোলন কে সফল করে তুলেছিলেন। বাংলাদেশের হিন্দু  বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সুব্রত চৌধুরী, বলেছেন গড়ে প্রতিদিন নির্যাতন চলছে হিন্দুদের উপর , মন্দির ভাঙচুর করা হচ্ছে জমি দখল চলছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ।।সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রতিষ্ঠিত  সত্য ।পরিষদের সভাপতি জে এল ভৌমিক,বলেছেন সাম্প্রদায়িক শক্তি বাড়ছে।তাপস কুমার পাল প্রমুখ বলেছেন ভারত হিন্দু রাষ্ট্র হলে বাংলাদেশে থাকতে পারবে না কেউ। সাংবাদিক বন্ধু কে তারা জানিয়েছেন বাংলাদেশে নির্যাতন বাড়লেও হিন্দুরা দেশ ছাড়তে নারাজ। ২কোটির বেশি বাঙালি হিন্দু  অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মার খেও বসবাস করছেন সেদেশে। প্রধানমন্ত্রী জহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী ,লাল কৃষ্ণ আদবানি প্রমুখ  নেতাদের  আশ্বাস বাণী গঙ্গা পদ্মের জলে ভেসে গেছে। বাংলাদেশে  নির্য্যাতিত বাঙালি হিন্দুদের রক্ষা করার দায়িত্ব  ভারতের ,  এই দেশে নিশ্চিত নাগরিকত্ব র ব্যাবস্থা করাও দায়িত্বের মধ্যে পড়ে।আর আমরা কি দেখছি অসমে বাঙালি হিন্দুদের  নাম ছলে বলে কৌশলে কেটে এন আর সি তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই কি ভারতের নেতাদের প্রতিশ্রুতির বহর ?  তার চেয়ে মার খেয়ে বাংলাদেশে পড়ে থাকায় ভাল। 











কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.