তার কার্য কালে আলফা সমস্যা সমাধান হবে আশা মুখ্যমন্ত্রী র
নয়া ঠাহর গুয়াহাটি :মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লীতে বলেন আলফার সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ্যযোগ আছে।এই সমস্যা সমাধান হয়ে যাবে। বলেন
কে এল ও প্রধান জীবন সিং এর সঙ্গে আলোচনা চলছে। কামতা পুর সমস্যা সমাধান দেরি আছে। আজ গুয়াহাটি সংকর দেব কলা ক্ষেত্রে চিকিৎসক সহ অন্যান্য ৮ ২৮ জনকর্মীকে নিযুক্তপত্র দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন এক লাখ নিযুক্তির মধ্যে ৪০ হাজার পূরণ হয়ে গেল। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত এই নিযুক্ত পত্র তুলে দেন।
কোন মন্তব্য নেই