Header Ads

তার কার্য কালে আলফা সমস্যা সমাধান হবে আশা মুখ্যমন্ত্রী র

নয়া ঠাহর গুয়াহাটি :মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লীতে  বলেন আলফার সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ্যযোগ  আছে।এই সমস্যা সমাধান হয়ে যাবে। বলেন
কে এল ও প্রধান জীবন সিং এর সঙ্গে আলোচনা চলছে।   কামতা পুর সমস্যা সমাধান দেরি আছে।  আজ   গুয়াহাটি সংকর দেব কলা ক্ষেত্রে  চিকিৎসক সহ অন্যান্য ৮ ২৮ জনকর্মীকে নিযুক্তপত্র দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন এক লাখ নিযুক্তির মধ্যে ৪০ হাজার পূরণ হয়ে গেল।  মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত এই নিযুক্ত পত্র তুলে দেন।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.