Header Ads

কাব্য ঋষি জ্ঞানপিঠ বিজেতা নিলমনি ফুকন প্রয়াত

নয়া ঠাহর ,গুয়াহাটি:অসমের বিশিস্ট  কবি নীল মনি ফুকন  প্রয়াত।কাব্য ঋষি নীল মনি ফুকুন আজ দেশবসান ঘটে  রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পদ্মশ্রী নীল মনি ফুকনের  রাষ্ট্রিয় মার্য্যাদা দিয়ে  শেষ কৃত্য সম্পন্ন হয়।মখ্যামন্ত্রী থেকে শুরু করে অধিকাংশ বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেন ।  কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ  সনওয়াল  বলেন ফুকুন দেব ছিলেন এই সমাজের নক্ষত্র ,অপূরণীয় ক্ষতি হল। বয়স হয়েছিল ৯০বছর






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.