ইতিহাসে বড় পরিবর্তন হতে চলেছে
ভারতের ইতিহাসে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে, গান্ধী পরিবার হতে পারে এক....
পিন্টু রায়, তেজপুর 19 জানুয়ারি: ভারতের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে। এমন একটি ঘটনা যা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ ও বড় নেতারা স্বপ্নেও ভাবতে পারেননি। একশ ত্রিশ কোটি জনসংখ্যার দেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতে যাচ্ছে। তথ্য অনুযায়ী, বিজেপির দুই বড় ও প্রবীণ নেতা এবং প্রাক্তন মন্ত্রী মেনকা গান্ধী ও তাঁর ছেলে বরুণ গান্ধী খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দেবেন। সম্ভবত এই কারণেই বরুণ গান্ধী আজকাল বিজেপি দলের বিরুদ্ধে এবং কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বর্তমানে প্রায় গোটা ভারত জুড়ে ক্ষমতাসীন দল ‘বিজেপি’, কিন্তু তারপরও এই দল ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন এই দুই প্রবীণ নেতা। এখন অত্যন্ত আশ্চর্যর বিষয় হল,যে কেন এমন সুপরিচিত ও বিখ্যাত নেতারা বিজেপির মতো দল ছাড়বেন ...?? এই ঘটনার ভেতরে বহু রহস্য লুকিয়ে আছে। সে যাই হোক, মেনকা গান্ধী এবং বরুণ গান্ধী যদি ভারতের প্রধান বিরোধী দল অর্থাৎ কংগ্রেসে যোগ দেন, তাহলে আগামী দিনে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে, এটা নিশ্চিত। যাইহোক, এই গান্ধী পরিবারটি ছিল ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সবচেয়ে প্রিয় পরিবার, যা সময়ের সাথে সাথে দুটি ভাগে বিভক্ত হয়েছিল। তবে সম্ভবত সময় আবার ঘুরে গেছে এবং এখন এই বিখ্যাত পরিবার আবার এক হতে চলছে।অসমের অনেক বিশিষ্ট নাগরিক এবং বুদ্ধিজীবীরা বলছেন যে প্রথম থেকেই বিজেপি দল গান্ধী পরিবারের বিভাজনের বিশাল সুবিধা নিচ্ছে, কিন্তু এখন সম্ভবত এই বিশাল এবং উল্লেখযোগ্য সুবিধা শেষ হয়ে যাবে । অন্যদিকে অসমের বিভিন্ন জেলার সচেতন মানুষ বলছেন, ভগবত গীতায় লেখা আছে যা হয় ভালোর জন্যই হয়, তাছাড়া আরও বলে যে এখন কংগ্রেস দল বহু শক্তিশালী হয়ে যাবে তা নিশ্চিত। তবে আগামী লোকসভা নির্বাচন বিজেপির জন্য সহজ হবেনা, এর পূর্বে বিজেপি যে ভাবে সিট্ দখল করে ছিলো সেই সমস্ত সিট্ পুনরায় দখল করা অসম্ভব হয়ে যাবে সেটাও নিশ্চিত। শোণিতপুর জেলার বহু বিশিষ্ট নাগরিক এবং বুদ্ধিজীবীরা বলেন যে উক্ত দুই নেতা কংগ্রেস দলে যোগদান করার সাথে সাথে কংগ্রেস দল বহু শক্তিশালী হয়ে উঠার পাশাপাশি বরুন গান্ধী ভবিষ্যতে প্রধান মন্ত্রী হওয়ার সুযোগ বেড়ে যাবে। অবশ্য সময়ে বলবে যে গান্ধী পরিবার এক হয়ে গেলে দেশের রাজনীতিতে কি কি পরিবর্তন হবে।
কোন মন্তব্য নেই