কলা মন্দিরে কত্থক ও বাউল গানের মনোরম অনুষ্ঠান
*কত্থক ও বাউল গানের মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল কলা মন্দিরে*
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা - বিখ্যাত কত্থক গুরু ভাস্বতী মিশ্রের নৃত্য পরিবেশনের বিশেষ কিছু দৃষ্টিনন্দন ছবির ঝলক। সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সুপরিচিত বাউল গায়িকা পার্বতী বাউলের গানের সাথে যুগলবন্দিতে নৃত্য পরিবেশন করেন।দিল্লির সাংস্কৃতিক গোষ্ঠী ধ্বনি ডিসেম্বর ২৩ তারিখে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা কলা মন্দিরে আয়োজন করে।










কোন মন্তব্য নেই