২০২২বর্ষে বড় সাফল্য একটিও গন্ডার হত্যার ঘটনা ঘটেনি
অমল গুপ্ত,গুয়াহাটি: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন বছরে রাজ্য বাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করে সরকারের সফলতার নানা ছবি তুলে ধরেন। বলেন আর্থিক দিক সহ প্রতিটি দিকে সরকারের সফলতা এসেছে। তিনি আজ কইনাধরাতে এক সাংবাদিক সম্মেলনে প্রথমেই বলেন ২০২২বর্ষে কাজিরাঙা ,মানস ,ওরাং উদ্যানে একটিও গন্ডার হত্যার ঘটনা ঘটেনি।পথ দুর্ঘটনা কমেছে । প্রশাসনিক সফলতার উজ্জ্বল ছবি তুলে ধরে বলেন গত বছরে৭২ বার ক্যাবিনেট বৈঠক বসেছিল ৯৬৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৬৬শতাংশ ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন সরকার ডিজিটাল সিস্টেমে কাজ কর্ম চালাচ্ছে ঘরে বসেই জমি জামা, গাড়ির লাইসেন্স ,সব করা যাবে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ভারতের আদর্শ মেনে অসমের সব কাজ কর্ম ডিজিটাল করা হচ্ছে। মাদক বিরোধী অভিযান সম্পর্কে বলেন গতবছর ৭৮১ কোটি টাকার মাদক ধরা পড়েছে এক হাজার ১১কেজি হেরোইন ধরা পড়েছে ,৮কেজি মরফিন ধরা হয়েছে। গত বছর জেহাদীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮জন জেহাদি কে গ্রেফতের করা হয়েছে। আনসারুল্ বাংলা টিমের ৯জন বাংলাদেশি কে গ্রেফটোর করা হয়েছে। ৯টি মডিউল কে অসম পুলিশ ধরেছে। বলেন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত মাদ্রাসা গুলির সঙ্গে কথা উপজাতি উগ্র সন্থা গুলির সঙ্গে কথা বলে নানা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। উপজাতি জঙ্গি সংগঠন গুলি ৬৯৮০টি অস্ত্র
অস্ত্র সহ আত্ম সমর্পন করেছে। সব চেয়ে বিতর্কিত বিষয় ডিলি মিটিশন সম্পর্কে বলেন ২০০৭নয় ২০১১ সালের জনগণনার ভিত্তিতে সীমা নির্ধারন হবে
ভাবাবেগ নয় যুক্তির উপর এই কাজ হবে আপত্তির কোনো কারণ থাকতে পারে না। অরুনোদয় প্রকল্প র সফলতা নিয়ে কথা বলেন।আলফার সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন পরেশ বড়ুয়া ভারতের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে রাজি নন আর সরকারের পক্ষে সার্বভৌমত্ব মানা সম্ভব নয় তাই আলোচনা বন্ধ আছে। পরিবেশ দূষণ রোধে সরকার সৌর শক্তি চালিত বিদ্যুত উৎপাদনে জোর দিয়েছেন ।আজ গুয়াহাটি মহানগরে ২০০টি সি এন জি চালিত বাস চালু করা হয়েছে।আরো ২০০টি ইলেকট্রিক বাস চালু করা হবে।








কোন মন্তব্য নেই