চার জেলা বিলুপ্তির ঘোষণা সরকারকে বেকায়দায় ফেলেছে
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন, এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা....
স্টাফ রিপোর্টার , শোণিতপুর 2 জানুয়ারী: পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ চার দিক থেকে অসমের মানুষ বলছেন যে মামা অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিদিনই আলোচনায় রয়েছেন। অসমের সাধারণ মানুষ বলেন, মামারা এমন বক্তৃতা বা কাজ করেন যা আলোচনার বিষয় হয়ে ওঠে। সাধারণ জনতা বলছে, যে সময়ে মানুষ করোনা কে নিয়ে অতি চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে আছে সেই সময়ে মামা ঘোষণা করেছেন যে অসমের অনেক নতুন জেলা আবার পুরনো জেলায় অন্তর্ভুক্ত হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণার পর, নতুন করে গঠিত জেলার সমস্ত সাধারণ জনতা খুবই ক্ষোভিত এবং এখানের লোক ক্ষোভের সাথে বলছেন যে এটিকে যদি আবার পুরানো জেলায় অন্তর্ভুক্ত করতে হয় তবে কেন এটিকে নতুন জেলায় রূপান্তর করা হয়েছিল ? একটি জেলা গঠনের জন্য যে সকল খরচ করা হয়ে ছিলো সেই খরচ গুলো কি হবে...?? লোকে আরও বলে যে, মামা নিজের বাড়ি থেকে ওই টাকা খরচ করেননি, সব টাকাই সাধারণ মানুষের। ঠিক আছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু এর মানে এই নয় যে তিনি যা খুশি তাই করতে থাকবেন তাছাড়া যদি নতুন জেলা গুলো কে পুরানো জেলাতিতেই শামিল করা বহু জরুরি তাহলে কেন এত গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভায় আলোচনা করা হয়নি...?? উল্লেখ্য যে বিশ্বনাথ জেলার মানুষ যারা আগে শোণিতপুর জেলায় অন্তর্ভুক্ত ছিল তাহারা মামার এই সিদ্ধান্তর জন্য খুবই অসন্তুষ্ট এবং ক্ষোভিত। এখানকার মানুষ বলছেন যে যদি মামার মনোভাব এমনই থাকে এবং তার খুশি মতো কাজ করতে থাকে তবে অসমে বিজেপির পতন নিশ্চিত তাছাড়া ভবিষ্যতে মামার জন্য আবার মুখ্যমন্ত্রী হওয়া কঠিন নয় অসম্ভব হতে পারে।








কোন মন্তব্য নেই