Header Ads

মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বিস্ফোরক মন্তব্য অমর্ত্য সেনের

নয়া ঠাহর  গুয়াহাটি    পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায় কে গাছে তুলে দিলেন  বঙ্গের  বিশিষ্ট নেতা   নোবেল জয়ী অমর্ত্য সেন। তিনি মমতাকে গাছে তুলে দিয়ে বলেন  মমতা র প্রধান মন্ত্রী হওয়ার সব   যোগ্যতা রাখেন। বিজেপি দেশে বিভাজনের রাজনীতি করছে। তা  মোকাবিলা  করার ক্ষমতা রাখে তৃণমূল। এই  মন্তব্য নিয়ে বঙ্গের রাজনীতিতে ঝড় উঠেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.