Header Ads

প্রধানমন্ত্রী বিহুৰ ঢোল বাজাচ্ছেন সর্বানন্দ হাততালি দিচ্ছেন ,টার্গেট প্রধানমন্ত্রী পাশে দুই মুখ্যমন্ত্রী

 ঠাহর ,গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বছরের  ক্যালেন্ডারে প্রধান মন্ত্রীকে  বীর লাচিতের তরোয়াল দেওয়ার ছবি সম্বলিত  ছবি উপহার দিয়েছেন সাংবাদিকদের ।অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রের জনপ্ৰিয় মন্ত্রী সর্বানন্দ সনওয়াল নতুন দিল্লীতে বিহুৰ শুভেচ্ছা জানিয়ে ঢোল বাজাচ্ছেন স্বয়ং প্রধান মন্ত্রী আর পাশে থেকে উৎসাহ দিতে সর্বানন্দ হাত তালি দিচ্ছেন  এক ঐতিহাসিক ছবি সম্বলিত ক্যালেন্ডার গতকাল গুয়াহাটিতে সাংবাদিকদের হাতে তুলে দিলেন। দুই মুখ্যমন্ত্রী একজনই  টার্গেট। আগামী নির্বাচনেও একই টার্গেট যাকে কেন্দ্র করে দেশের রাজনীতি আবর্তিত হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.