Header Ads

বিরাট কোহলি ৪৫তম শতরান করলেন গুয়াহাটি বার্ষপাড়া স্টেডিয়ামে রানের বর্ষা

নয়া ঠাহর,গুয়াহাটি:গুয়াহাটির বর্ষা পড়া  স্টেডিয়াম  বিরাট  কোহলির জন্যে  লাকি স্টেডিয়াম বলে আখ্যা পেল।  শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ৪৫তম শতরান করে সচিন টেন্ডুল করে রেকর্ড  স্পর্শ করলেন।ক্যাপ্টেন রোহিত শর্মা,  শুভময় গিল  দুজনে ৫০রান করেছেন।কোহলি ১২ টি  বাউন্ডারি ৮৬টি বলে ১১৩টি রান করে বিরাট কোহলি পর পর তিনটি শতরান করেন। ভারত বিজয়ের লক্ষ্যে  এগোচ্ছে। ৩৭৪ লক্ষ্য মাত্রা নিয়ে এগোচ্ছে।৬৭রানে ভারতের জয় হয়।




 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.