Header Ads

তেজপুরে বিপুল পরিমাণ গাঁজা মাদক বাজেয়াপ্ত

তেজপুরে ফের বিপুল পরিমাণ গাঁজা ও ড্রাগস্ উদ্ধার....
স্টাফ রিপোর্টার , শোণিতপুর 9 জানুয়ারি: একটা সময় ছিল যখন গাঁজা বা ড্রাগস্ এর নাম নিলেই মানুষ ভয় পাওয়ার পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়ত । এই ভেবে যে এই সমস্ত মামলায় গেলে বদনামের পাশাপাশি জেলের ভাতও খেতে হয়। কিন্তু এখনের সময়ে এই ড্রাগস্ এবং গাঁজার তস্করি কিংবা ব্যবসা রাজ্যের চৌ দিকে এত বেড়ে গেছে যেটাকে বিশ্বাস করা অসম্ভব। জেলাটির বুদ্ধিজীবি এবং বিশিষ্ঠ নাগরিক বলেন যে আসলে এ সমস্ত অসামাজিক ঘটনা অত্যধিক বেড়ে যাওয়ার কারণই হচ্ছে যে রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসন দ্বারা অত্যধিক গাফিলতি এবং অবহেলা করা। উল্লেখ্য যে আজ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ কলিয়াভোমরা ব্রিজের সামনে তল্লাশি চালায়, এ সময় নগাঁও থেকে তেজপুরের দিকে আসা সামুগুড়ির বাসিন্দা রশিদুল হককে ২৪ গ্রাম হিরোইন ড্রাগস্ সহ গ্রেফতার করা হয়।  অন্যদিকে, একই পুলিশ দল তেজপুর গুটলংয়ের বাসিন্দা আনোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নীচে লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। আনোয়ার হোসেন পলাতক থাকলেও পুলিশ আনোয়ারের স্ত্রী রুকিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে প্রায় প্রতিদিনই এ ধরনের মামলায় পুলিশ অনেক গ্রেপ্তার করলেও এসব অপরাধ কমার পরিবর্তে দিন প্রতিদিন বেড়েই চলেছে। গণ্যমান্য নাগরিকরা বলছেন, এসব মামলায় ধরা পড়া আসামিদের কঠোর শাস্তি দেওয়া হলে হয়তো বিষয়টি কিছুটা নিয়ন্ত্রণে আসবে, তা ছাড়া পুলিশকেও কঠোরভাবে মোকাবিলা করতে হবে, কারণ পুলিশের ভয় যে কোন ক্ষেত্রে প্রভাবিত করতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.