Header Ads

পরিকল্পিত ভাবে অসমকে অশান্ত করে তুলেছে আর এস এস- -বিজেপি:মানিক সরকার

নয়া ঠাহরের প্রতিবেদন, শিলচর  : পরিকল্পিতভাবে  আসামকে অশান্ত করে তুলেছে আরএসএস-বিজেপি। হিন্দুত্বের নামে হিন্দুদের সর্বনাশ করছে এরা বুধবার  শিলচরে এক সমাবেশে এই বক্তব্য পেশ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্রী  মানিক সরকার।এদিন সিপিএমের কাছাড় জেলা কমিটির ডাকে শিলচর শহরে সমাবেশে  মানিক সরকার আরও বলেন,  ঐক্যবদ্ধ  আন্দোলনের মাধ্যমে আসামের  মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মার বুলডোজার আটকাতে হবে। সমীরণ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানিক সরকার বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, আসামের ক্ষমতা দখল করে গোটা উত্তর পূর্বকে অশান্ত করে লুটেরাদের মৃগয়াক্ষেত্র করার বহুদিনের পরিকল্পনা ছিল সঙ্ঘ পরিবারের।২০১৬ সালে সেই স্বপ্ন তাদের পূরণ হয় তাদের ।ক্ষমতায় আসার  প্রথম দিন থেকেই  গরীব মানুষের  উপর বুলডোজার চালানো শুরু করেছে।বুলডোজার চালিয়ে গ্রামের পর গ্রাম উজাড় করে দিচ্ছে । অন্যদিকে  জমি,জল,খনি,বিমানবন্দর,
কল কারখানা বড় বড়  পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে।বিনাবাধায় এই কাজ করতে কখনও ধর্মের নামে,কখনও ভাষার নামে মানুষকে ভাগ করে দিচ্ছে । 
মানিক সরকার বলেন, হিমন্তবিশ্ব  শর্মা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে মোদির চেয়ে একধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় সে রাজ্যের সংখ্যালঘুদের উপর যে জুলুম চালিয়েছেন, একই পথ নিয়েছেন হিমন্তবিশ্ব শর্মা। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে আসামের মুখ্যমন্ত্রীর। আরেকদিকে রাজ্যবাসীর সমস্ত অধিকার কেড়ে নিচ্ছেন। সরকারি স্কুলে তালা ঝুলিয়ে দিচ্ছেন।শিক্ষক পদ বিলোপ করে দিয়েছেন। নির্বাচনের সময় বিজেপি বলেছিল তারা আসামের ক্ষমতায় এলে ডাবল ইঞ্জিনের সরকার হবে। রাজ্য ও কেন্দ্রে একই দলের সরকার থাকলে উন্নয়নের নাকি জোয়ার বইবে। এখন দেখা যাচ্ছে ডাবল ইঞ্জিনের ঠেলায় এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে এসেছে।

তিনি বলেন,বিজেপি-আরএসএস হিন্দুত্বের কথা মুখে বললেও জিনিসপত্র,রান্নার গ্যাস চড়া দামে কিনতে হচ্ছে  হিন্দু-মুসলিমের সবাইকে।  কারখানা, চা বাগানে তালা ঝুললে এ
 হিন্দু শ্রমিকদেরও কাজ চলে যাচ্ছে।রেশনে সস্তায় খাদ্যসামগ্রী বিতরণ হিন্দু-মুসলিম সকলের জন্য বন্ধ করে দিয়েছে ।হিন্দু ঘরের বেকারদেরও কাজ ঝুটছে না।সরকারি স্কুল বন্ধ করে দেওয়ায় হিন্দু ঘরের সন্তানরাও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে । বিজেপির হিন্দুত্বের পরিভাষা হলো গরীব মানুষদের উপর শোষণের মাত্রা তীব্র করা,অন্যদিকে মুষ্টিমেয় কিছু পুঁজিপতিদের সম্পদ পাহাড় থেকে পর্বতে পরিণত করা।  বিজেপি-সঙ্ঘ পরিবারের রাজত্বের অবসান না ঘটলে মানুষের কষ্ট লাঘব হবে না।

তিনি বলেন, মানুষ রুখে দাঁড়ালে বিজেপিকে হারানো সম্ভব। সম্প্রতি হয়ে যাওয়া  দিল্লির পুর নির্বাচন এবং হিমাচলের নির্বাচনে বিজেপির পরাজয়ের কথা তুলে মানিক সরকার বলেন, মানুষ রুখে দাঁড়ালে বিজেপিকে হারানো সম্ভব।  আসামেও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে বিজেপির আস্ফালন রুখ দিতে সকল  ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির কাছে আহ্বান জানান তিনি। 
 সমাবেশে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য ইশফাকুর রহমান ও কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্রও কথা বলেন সমাবেশে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.