Header Ads

মুখ্যমন্ত্রী আজ নতুন রাজভবনে র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন

নয়া ঠাহর ,গুয়াহাটি:মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ খারগুলি টে ৪১ কোটি টাকা ব্যয়ে নতুন রাজভবনে র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া বিকাশের একদিন কর্মসূচিতে পাঁজবাড়িতে ৮০০আসন বিশিস্ট প্রেক্ষাগৃহ ,পানবাজারে পুলিশ  ব্যারাক,খানাপাড়াতে ৫০০০ আসনযুক্ত আর্ন্তজাতিক প্রেক্ষা গৃহ ,রূপনগর এ সংহত জেলা  শাসক অফিস, খানাপাড়াতে পুলিশ কমিশনার অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রেকর্ড গড়েন।এছাড়াও বেতকুচিতে সংহত  সঞ্চকালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.