কেশব মহন্ত মেডিক্যাল কলেজের নির্মাণ কাজ দেখেন
স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্তে নগাঁওতে নির্মিয়মান চিকিৎসা মহাবিদ্যালয়ের নির্মাণ কার্য পরিদর্শন:
সুনীল রায় নগাঁও ৫জানুযারী :-আসাম সরকারের স্বাস্থ্য এবং পরিয়াল কল্যাণ বিভাগের মন্ত্রী কেশব মহন্তে আজ বিকালে নগাঁও শহরের সমীপবর্তী মহখুলিতে নির্মীয়মাণ আসামের নবতম চিকিৎসা মহাবিদ্যালয় তথাচিকিৎসালয়টির নির্মাণ কার্য পরিদর্শন করে। জেলাটির রহার জোঙাল বলহু গড়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ গ্ৰহন করার পর নির্মীয়মাণ নগাঁও চিকিৎসা মহাবিদ্যালয়টি পরিদর্শন করে মন্ত্রী কেশব মহন্তে।এই পরিদর্শনের পর স্বাস্থ্য মন্ত্রী জনে এক জেলা প্রশাসন তথা স্বাস্থ্য বিভাগের সহিত পর্যালোচনা বৈঠকে মিলিত হয় এবং নির্মাণ কার্যের অগ্ৰগতির বিষয়ে খবর নেয়।দ্রুত গতিতে নির্মাণ কার্য চলতে থাকা এই চিকিৎসা মহাবিদ্যালয় তথা চিকিৎসালয়টির ক্ষীপ্রতারে এবং ট্রুটি বিহীন ভাবে সমাপন করতে মন্ত্রী কেশব মহন্তে নির্দেশ দেয় এই চিকিৎসা মহাবিদ্যালয়ের নির্মাণ কার্য্যের সাথে জড়িত নির্মাণ প্রতিষ্ঠান সংস্থাটিকে।এই পর্যালোচনা বৈঠকে নগাঁও জেলার জেলা শাসক নরেন্দ্র কুমার শ্বাহ, রাজ্যের চিকিৎসা শিক্ষা সঞ্চালক ডা: অনুপ বর্মন, রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের রাজ্যিক কার্যবাহী সঞ্চালক তথা অতিরিক্ত চিকিৎসা শিক্ষা সঞ্চালক ডা: মনোজ চৌধুরী, নগাঁও স্বাস্থ্য বিভাগের উপ সঞ্চালক ডা: অরূপজ্যোতি মহন্ত, অতিরিক্ত জেলা শাসক (স্বাস্থ্য),লোক নির্মাণ বিভাগের কার্যবাহী অভিযন্তা এবং নির্মাণ কারী প্রতিষ্ঠানের কার্যবাহী বিষয়া অংশ গ্ৰহন করে।
কোন মন্তব্য নেই