বারাণসী থেকে ডিব্রুগর ৩২হাজার কিলোমিটার জলপথে বিলাসী ক্রুজ "গঙ্গা বিলাস" সূচনা করলেন প্রধানমন্ত্রী বারাণসী তে
নয়া ঠাহর গুয়াহাটি: প্রধান মন্ত্রী ভার্চুয়ালি তিনতলা বিশিষ্ট গঙ্গা বিলাস ২৭টিনদী অতিক্রম করবে৫১ দিন বাদ ডিব্রুগর পৌঁছবে।আজ গুয়াহাটি পাণ্ডু তে জাহাজ মেরামতের কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান মন্ত্রী।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পান্ডুতে উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ বানারাসি তে উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই