Header Ads

সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

নগাঁওতে ভয়ংকর সডক দূর্ঘটনা:ছাত্র নিহত।
সুনীল রায় নগাঁও ৭জানুযারী :-আজ বিকালে নগাঁও শহরের কাছে বরভেটিতে এক ভয়ংকর সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়।এই দূর্ঘটনাতে একজন ছাত্র জাগাতে নিহত হ ওয়ার সাথে আন্য একজন ছাত্র গুরুতর ভাবে আহত হয়।নগাঁওয়ের যানবাহন‌ পুলিশ বিভাগের সূত্রে জানতে পারা মতে, আজ বিকালে এ এছ ৩১বি ৬৯১০ নম্বরের য়ামাহা বাইকেরে নগাঁও শহর হতে বাইকে যেতে থাকা অবস্থাতে এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। সূত্রটি জানাতে দেওয়া মতে, মটর সাইকেল আরোহী গোপাল শ ইকীয়া বরভেটিতে একটি ই-রিক্সাতে এবং একটি ঠেলাতে খুন্দা মারার ফলে এই দূর্ঘটনা সংঘটিত হয়।দূর্ঘটনাটতে গোপাল শ ইকীয়া নামের ছাত্র জন জায়গাতে নিহত হয়।নিহত গোপাল শ ইকীয়ার বাড়ী ফুলগুলিকে বলে জানতে পারা যায়।আন্যদিকে বাইকটির পিছন দিকে বসে থাকা মানবেন্দ্র নাথ নামের ছাত্রজন গুরুতর ভাবে আহত হয়।সংকটজনক অবস্থাতে গুরুতর ভাবে আহত ছাত্র জনকে উন্নত চিকিৎসার জন্য গুযাহাটীতে প্রেরণ করা হয়েছে।আহত মানবেন্দ্র নাথের বাড়ী নগাঁও শহরের কাছে জামগুরিতে । দুই জন ছাত্র নগাঁও শহরের একটি কণিষ্ট মহাবিদ্যালয়ের ছাত্র বলে জানতে পারা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.