Header Ads

কলকাতায় অভিব্যক্তি সম্মান পেলেন কবি সাংবাদিকরা

কলকাতায় 'অভিব্যক্তি' সম্মান পেলেন এক ঝাঁক কবি সাহিত্যিক 

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ নন্দন প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ত্রিবার্ষিক সাহিত্য পত্রিকা 'অভিব্যক্তি' সম্মানে সংবর্ধিত হলেন পশ্চিমবঙ্গের এক ঝাঁক কবি সাহিত্যিক। পত্রিকার তরফে চারুলতা সভাগৃহের সামনে উনমুক্ত মঞ্চে  সবাইকে স্মারক, মানপত্র ও তৃতীয় বর্ষ  উৎসব সংখ্যা-২০২২ দিয়ে  সম্মানিত করেন পত্রিকা সম্পাদক ডালিয়া মুখার্জী। উল্লেখ্য ত্রিভাষিক (বাংলা,হিন্দি,ইংরেজি) সাহিত্য পত্রিকা অভিব্যক্তি মূলতঃ নিয়মিত প্রকাশিত হয়ে আসছে  গ্রেটার নয়ডা (উত্তরপ্রদেশ) থেকে। গত ১১ডিসেম্বর ২০২২  নয়ডাতে উৎসব সংখ্যাটির আনুষ্ঠানিক উন্মোচন হলেও পত্রিকার পশ্চিম বাংলার লেখক-লেখিকাদের হাতে পত্রিকা প্রদান ও  সম্মাননা জ্ঞাপনের জন্যে নন্দন চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন 'অভিব্যক্তি' সাহিত্য সম্মানে যাদের সম্মানিত করা হয় তাঁরা হলেন কবি সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, রিক্তা পাঁজা, হাসানুজ্জামান, রফিকুল ইসলাম,নবপর্ণা, নীল মিত্র, ডালিয়া মুখার্জি, তারক মজুমদার, ফাল্গুনী চক্রবর্তী, শাস্বতী পান, জয়শ্রী রায় মৈত্র, প্রদীপ কুমার ভদ্র, মনফকিরা সপ্তর্শী,শ্যামলী দাস,মিলি ভট্টাচার্য,শুভ্রতা ভট্টাচার্য,মৃদুল বোস,দেবদাস মৈত্র প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.