Header Ads

বরাকের উন্নয়নে বিজেপি সরকার চূড়ান্ত ব্যার্থ সরব আকসা যুব ফ্রন্ট



 নয়া ঠাহর  ,শিলচর ;প্রতিশ্রুতি পালনে চূড়ান্ত ব্যার্থ, বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে সরব হল আকসা যুব ফ্রন্ট।

বরাক উপত্যকার উন্নয়নে বিজেপি সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি কার্যক্ষেত্রে পালিত হয়নি  - এই অভিযোগে সোচ্চার হল আকসার যুব শাখা।

এক প্রেস বার্তায় আকসা যুব ফ্রন্টের সভাপতি ঝলক দেব বলেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যে সব পদক্ষেপ প্রত্যাশিত ছিল তার কোনটাই এখন অব্দি বাস্তবায়িত হয়নি। উদাহরণস্বরূপ তিনি বলেন যে পূর্বতন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কার্যকালে ঘটা করে 'নমামী বরাক' উৎসব পালিত হল, বরাক নদী খননের প্রতিশ্রুতি দেওয়া হল , এমনকি এরজন্য আশি কোটি টাকা বরাদ্দও করা হল। কিন্তু বিগত কয়েক বছরে এই প্রকল্পের কোন অগ্রগতি দেখা যায়নি। এই উদ্দেশ্যে যেসব যন্ত্রপাতি, জাহাজ ইত্যাদি আনা হয়েছিল তা পড়ে পড়ে অকেজো হয়ে বর্তমানে কার্যক্ষমতা হারিয়েছে। এভাবে জনগণের কষ্টার্জিত টাকার অপব্যায় হল অথচ নদী খনন হলে বন্যার সমস্যা দূর হত এবং জলপথে পন্য পরিবহন করে বরাক তথা সরকারি কোষাগারের রাজস্ব বৃদ্ধি করা যেত।

ঝলক বাবু বলেন কিছুদিন আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে স্থানীয়দের বঞ্চনা করা হয়েছে বলে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বনধ ডেকেছিল ,যাতে স্বতস্ফুর্ত ভাবে সাড়া দিয়ে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছিলেন আপামর বরাকবাসী। তখন মূখ্যমন্ত্রী বলেছিলেন যে এই অভিযোগ ভ্রান্ত এবং বরাক থেকে নাকি মোট উত্তীর্ণের কুড়ি শতাংশ সফল হয়েছেন। কিন্তু বিডিএফ এর পক্ষ থেকে বারবার বরাকের উত্তীর্ণদের তালিকা প্রকাশ করার জন্য দাবি জানানো স্বত্ত্বেও আজ অব্দি সরকার পক্ষ নীরব। এতে জনমনে  মূখ্যমন্ত্রীর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন উত্থাপিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আকসা যুবফ্রন্টের সভাপতি আরো বলেন যে অটলবিহারী বাজপেয়ীর স্বপ্ন  মহাসড়কের কাজ এতদিন ধরে ঝুলে রয়েছে, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর প্রতিশ্রুতি স্বত্বেও কবে শেষ হবে কেউ বলতে পারছেন না। যে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নিয়ে শিলচরের সাংসদ লম্বাচওড়া বক্তব্য রাখলেন তাও বিশবাও জলে।এখনো কাজ শুরুই হলনা।  অথচ অনেক পরে প্রস্তাবিত হয়েও যোগীঘোপা এবং সাভ্রুম প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গেছে। তিনি বলেন মিনি সেক্রেটারিয়েট নিয়ে খোদ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেবার পরও এই প্রকল্পের অগ্রগতি কতটা তা বরাক বাসী প্রত্যক্ষ করছেন।

ঝলক বাবু বলেন এসবের জন্য শুধু দিশপুরের বৈমাত্রেয় সুলভ মনোভাব নয়, বিজেপির বরাকের বিধায়ক, সাংসদদের অপদার্থতাও অনেকাংশে দায়ী। তিনি বলেন জনগণ বোকা নন। তারা সবই বুঝতে পারছেন। তিনি সবাইকে বিশেষতঃ বরাকের যুবসমাজকে নিজেদের স্বার্থে এসবের বিরুদ্ধে গনসচেতনতা ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এসবের প্রতিবাদে  আগামীতে আকসা যুব ফ্রন্টের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি  ঘোষিত হবে বলেও জানিয়েছেন তিনি।

আকসা যুব ফ্রন্টের পক্ষ থেকে সঞ্জু দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.