উৎসাহ উদ্দীপনার মধ্যে নগাঁও জেলাতে ভোগালি বিহু
নগাঁও জেলাতে উৎসাহ উদ্দীপনারে ভোগালী বিহু উদযাপন#
১১০বছরের পরপ্নরারে নেহেরু বালিতে ভোগালীবিহু#
সুনীল রায় নগাঁও ১৬জানুযারী :- সমগ্ৰ রাজ্যের সাথে নগাঁও জেলাতে উৎসাহ উদ্দীপনারে আসামের আদরের ভোগালী বিহু উদযাপন করা হয়। গতকাল সকালে জেলাটির বিভিন্ন স্থানে মেজিঘরে অগ্নিসংযোগ করে সকলের মঙ্গল কামনা করার পর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলাটির পুরানো এবং নগাঁও শহরের ঐতিহ্যমন্ডিত কলং নদীর পারে নেহেরু বালিতে সদৌ নগাঁও ভোগালী বিহু উৎসব এইবার ১৪জানুযারী হতে ৫দিনের কার্য্যসূচীরে অনুষ্ঠিত করা হয়েছে।চলিত বর্ষে ১১০বছরে পা দেওয়া এই বিহু উৎসবের গতকাল সকালে পতাকা উত্তোলনরে শুভারম্ভ করা হয়।পতাকা উত্তোলন করে বিহু উদযাপন সমিতির সভাপতি রঞ্জিত কুমার তামূলী ফুকনে মেজিতে অগ্নি সংযোগ করে নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উদযাপন সমিতির কার্য্যকরী সভাপতি রূপক শর্মা।এরপর বিহুর জলপান পরিবেশন করা হয়। দুপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিহু উদযাপন সমিতিযে প্রকাশ করা ভোগালী নামের স্মতিগ্ৰন্থটি উন্মোচন করে বিধায়ক রূপক শর্মা। এই অনুষ্ঠানে বটদ্রবার শ্রী শ্রী নরোযা সত্রের সত্রাধিকার দেবানন্দ দেব গোস্বামীকে ধরেকযেকজন বিশিষ্ট ব্যক্তিয়ে অংশ গ্ৰহন করে। অনুষ্ঠানে প্রায় দুইশ জন বিশিষ্ট ব্যক্তিয়ে অংশ গ্ৰহন করে। অনুষ্ঠানে প্রায় দুইশ জন বিশিষ্ট বর্ষীয়ান ব্যক্তিকে ভোগালী বিহু উপলক্ষে সম্বর্ধনা জানানো হয়।সন্ধ্যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ সকালের দিকে ছেলে এবং মেয়েদের মধ্যে সাইকেল চালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে ভূপেন্দ্র সংগীত এবং আধুনিক গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে ভলীবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিহু উপলক্ষে নেহেরু বালিতে এক উৎসব উদ্দীপনারে পরিবেশের সৃষ্টি হয়েছে।আন্যদিকে নগাঁওযের মারোযারী সন্মিলনের উদ্যোগে নগাঁও শহরের গোপাল গোশালাতে সমন্বয় শীর্ষক ভোগালী বিহু উদযাপন করা হয়। গতকাল সকালে মেজি ঘরে বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র বরকটকীয়ে অগ্নিসংযোগ করে ভোগালী বিহু উৎসবের শুভারম্ভ করে।এর পর নগাঁওযের সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রের সাথে জড়িত ৫০ জন ব্যক্তিয়ে বিহু পতাকা উত্তোলন করে। মূল পতাকা উত্তোলন করে বঢ়মপুরের বিধায়ক জিতু গোস্বামীয়ে। দুপুরে প্রকাশ্য সভা এবং সাংস্কৃতিক কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মায় অংশ গ্ৰহন করে।নগাঁও শহরের শিবনগরের ২৫সংখ্যক ভোগালী বিহু উৎসব উদযাপন করা হয়।আজ জেলাটির মৌখাটি, জলাহ যমুনা, কোযামণি পথার, গোমোঠাগাঁও এবং শিলঘাটের সেনচোযা পাথারে পরস্পরাগত ভাবে মহযুঁজ অনুষ্ঠিত করা হয়।জেলাটি তে বিভিন্ন প্রান্তে গ্ৰাম সমূহ তে জনগনে উচ্ছাস উদ্দীপনারে মধ্যে ভোগালী বিহু উদযাপন করা হয়।
কোন মন্তব্য নেই