জোশী মঠে ভাঙ্গন চলছে অপরদিকে রাস্তা নির্মাণে জে সি বি চলছে পাথর ভাঙা হচ্ছে
নয়া ঠাহর ,গুয়াহাটি: : জোশী মঠে ২০২১ সালে বন্যায় সব ধুয়ে মুছে ভেসে গেছে। এই সময় থেকেই ভাঙনের সূত্রপাত। আজ ৪০ শতাংশ ধসে পড়েছে।অপরদিকে কেন্দ্রীয় সরকারের চার ধাম সড়ক প্রকল্প ,বিদ্যুত প্রকল্পের জন্যে সুড়ঙ্গ নির্মাণ বুলডোজার ব্যবহার সহ ডিনামাইট ব্যবহার করে মঠের। ভাঙ্গন কে তরান্বিত করা হচ্ছে। সরকারের দক্ষিণ্যে এই ধ্বংস যজ্ঞ চলছে। বলে অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না।
কোন মন্তব্য নেই