গঙ্গা বিলাস বিহারের সারণ জেলায় দুর্ঘটনায় পড়েছে
নয়া ঠাহর গুয়াহাটি :গত ১৩জনুযারি বারাণসী থেকে যাত্রা করা বিলাসী ক্রুজ বা গঙ্গা বিলাস আজ বিহারের সারণ জেলার কাছে দুর্ঘটনায় পড়ে বলে জানা গেছে।গঙ্গার জলের গভীরতা ৫ফুটের কম হওয়ায় দুর্ঘটনাই পড়ে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই