এন আরসি জট পাকিয়ে গেল আবার চার জেলা অবলুপ্তি উদ্বেগ নিয়ে নতুন বছর শুরু
অমল গুপ্ত, নয়া ঠাহর:এন আর সি নিয়ে জট পাকিয়ে গেছে।১৯লক্ষ মানুষের জীবন জীবিকা অন্ধকার ভবিষ্যতে , সরকার হাত গুটিয়ে বসে গেল রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া দায়িত্ব পালন করলো না।এই অন্ধকার সময়ে রাজ্যের চার জেলা তামূলপুর , বিশ্বনাথ হজাই , বাজালি অবলুপ্তি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।রাজ্য বাসীর কাছে ক্ষমাও চাইলেন। রাজ্যে ২০০৭ এর খসড়া ভিত্তিতে ডিলি মিটিশন হবে কিনা সন্দেহ আছে। রাজ্যের ১৪টি জেলার সীমা পরিবর্তন হবে বরাকের তিন জেলার মান চিত্র বদল হবে। আজ অবনমিত চারজেলাতে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে।রাজপথে আসু নেমেছে। অসমীয়া র সংজ্ঞা নির্ণয় হল না। কে ভূমিপুত্র কে নয় তা ঝুলে থাকলো ব্যার্থ হল সরকার। রাজ্যে র৭৫লাখ বাঙালি হিন্দু আজ দ্বিতীয় শ্রেণীর নাগরিক।২০,২৫লাখ বড়ো জনগোষ্ঠী দ্বিতীয় রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি পেল । বাঙালি রা খিলনজিয়া হতে পড়লো না। রাজ্যে ১ কোটির বেশি মুসলিম জনগোষ্ঠীর নানা অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। ১২৬টি বিধানসভার সীমা পূন নির্ণয় এ নানা জটিলতা আসবে । জন গোষ্ঠীর মধ্যে ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে সরকার সফল হবে কিনা।এক জটিল সময় কে সামনে নিয়ে সরকারের নতুন বছর শুরু হল।








কোন মন্তব্য নেই