Header Ads

দেশের বিচারকদের বছরে ৩০০দিন কাজ করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

নয়া ঠাহর গুয়াহাটি :দেশের প্রধানমন্ত্রী যখন ৩৬৫দিনই কাজ করেন তখন দেশের বিচারপতি রা অন্তত ৩০০দিন কাজ করেন না কেন?প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রশ্ন  তোলেন।প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর এক পত্রের জবাবে এই কথা বলেন।গগৈ বিচারপতি র সংখ্যা বাড়ানোর পরামর্শ দিলে প্রধান মন্ত্রী উল্টে বিচারপতি দের কর্ম সংস্কৃতি গড়ে তোলার পরামর্শ দিয়ে বলেন  ইঞ্জিনিয়ার ডাক্তাররা  সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করেন বিচারপতিরা করেন না   ২টার আগে আসেন  পরে টিফিনে যান। জুন মাসে ছুটি ভোগ করেন। গরিবের কথা ভেবে কাজ করা উচিত।বিচারপতিদের  ক্যাবিনেট  মর্য্যাদা র সুযোগ সুবিধা  প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.