হজাই জেলা পুনর্বহাল দাবি সমন্বয় সমিতি গঠন
হোজাই জিলা পুনর্বহাল দাবী সমন্বয় সমিতি গঠন
সংবাদদাতা,হোজাই,৪জানুয়ারী : " কংগ্রেস দিল আর বিজেপি ছিনিয়ে নিল-"২০২২সালের শেষ দিনে রাজ্যের মহাপ্রতাপী মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য কেবিনেটের এক চরম অপ্র্ত্যাশিত সিদ্ধান্তে "হোজাই জেলা " বাতিলের কথা ঘোষনা হতেই সমগ্র হোজাই জেলা জুড়ে এখন শুধু এই কথাই জেলাবাসীর মুখে শোনা যাচ্ছে ৷ হিন্দু-বাঙ্গালী অধ্যুসিত হোজাই জেলা বিলুপ্তিকরণ নিয়ে রাজ্যের বিজেপি সরকারের তথা গেরুয়া দলের তথাকথিত মেকি হিন্দু-বাঙ্গালী প্রীতির নগ্ন ছবি প্রকাশ হতেই গেরুয়া দলটি ও দলটির রাজ্য সরকারের উপর প্রচন্ড ক্ষোভে ও রাগে ফুসছে সদ্য অতলে হারিয়ে যাওয়া হোজাই জেলাবাসী ৷ আজ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে হোজাই শহরের বিভূতি ভূষণ অতিথিশালায় এক বিশাল নাগরিক সভা অনুস্থিত হয় ৷ হোজাইর বিশিষ্ট সমাজসেবক তথা হোজাই জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কমল দত্তকে মুখ্য আহ্বায়ক এবং বিশিষ্ট সমাজসেবক বিজয় চক্রবর্তীকে উপ মুখ্য আহ্বায়ক হিসাবে মনোনীত করে " হোজাই জেলা পুনর্বহাল দাবী সমন্বয় সমিতি " নামে এক সমিতি গঠন করা হয় ৷
আগামীকাল হোজাই টাউন ক্লাবে একটি ' প্রেস মিট ' এত আয়োজন করেছে নব গঠিত এই সমিতি ৷ হোজাই জেলা পুনর্বহাল না হওয়া পর্যন্ত তীব্র গণ আন্দোলনের হুঙ্কার দিয়েছে হোজাই জেলা পুনর্বহাল দাবী সমন্বয় সমিতি ৷ প্রসঙ্গত উল্লেখ্য, নিজেকে হিন্দু- বাঙ্গালীদের এক প্রকার মুখপাত্র হিসাবে জাহির করা হোজাইর প্রাক্তন বিধায়ক শীলাদিত্য দেব এ নিয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকাটা ভালভাবে নেয় নি হোজাইবাসী ৷ বর্তমান বিধায়কের ভূমিকাতেও সন্তুষ্ট নয় হোজাইবাসী ৷ জেলা বিজেপির বর্তমান নেতৃত্বের কথা বলে তো লাভই নেই ৷ সব চাটুকারে ভরে পড়েছে বর্তমান হোজাই জেলা বিজেপি এমন অভিযোগ প্রায়ই শোনা যায় ৷ জাতি-মাটি -ভেটি এদের কাছে যেন গুরুত্বহীন ৷
কোন মন্তব্য নেই