Header Ads

চির স্মরণীয় প্রেম :স্বামীর পাশে দিব্যি বসে আছেন মৃত স্ত্রী

স্বামীর  পাশে স্ত্রী  দিব্যি  বসে আছেন কিন্তু ভদ্রমহিলা মৃত।দীর্ঘদিনের  সঙ্গিনীকে কেড়ে নিয়েছিল  করোনা'র দ্বিতীয় ঢেউ।  স্ত্রীর  শেষ  ইচ্ছা পূরণ করতে  আড়াই  লক্ষ  টাকায়  স্ত্রীর পূর্ণাবয়ব সিলিকন মূর্তি তৈরি করালেন  প্রৌঢ়  স্বামী।
বিভিন্ন জাদুঘরের জন্য মোমের মূর্তি তৈরি করেন শিল্পী সুবিমল দাস। স্ত্রীর মূর্তি তৈরির জন্য তাঁর দ্বারস্থ হন তাপসবাবু। শিল্পী জানান, মোমের মূর্তি বেশি ‘রিয়ালিস্টিক’ হলেও সিলিকনের মূর্তি টেকসই হয় অনেক বেশি, রক্ষণাবেক্ষণও অনেক সহজ। তারপর ২ লক্ষ ৫০ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে দীর্ঘ ৬ মাস ধরে একটু একটু করে ইন্দ্রানীদেবীর সিলিকন মূর্তি তৈরি করেন সুবিমল দাস। অবিকল ফুটিয়ে তোলেন প্রয়াত ইন্দ্রানীদেবীর চেহারা, চাউনি, হাসি।
সেই মূর্তি এখন রাখা রয়েছে তাপসবাবু ও ইন্দ্রানীদেবীর একদা সুখী গৃহকোণে, একটি সোফার উপর। ৩০ কেজি ওজনের সেই মূর্তির পরনে রয়েছে একটি সিল্কের শাড়ি, যেটি ছেলের বিয়ের বধূবরণ অনুষ্ঠানের সময় পরেছিলেন ইন্দ্রানীদেবী। এছাড়া স্ত্রীর পছন্দের সোনার হার ও কানের দুল দিয়ে নিজে হাতে তাঁর মূর্তিকে সাজিয়ে তুলেছেন তাপসবাবু। স্ত্রী সশরীরে নেই তো কী হয়েছে, ঘুম ভাঙার পর ইন্দ্রানীদেবীকে দেখতে পেয়ে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার রসদ পান তাপসবাবু। সূত্র...নিউজ 18

"ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে"

রবীন্দ্রনাথ ঠাকুর।(প্রেম)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.