Header Ads

বীর লাচিতের তরোয়াল প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়া ঠাহর ,গুয়াহাটি: নতুন বছরের প্রথম দিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের হাতে বীর লাচিতের ব্যবহার করা তরোয়াল তুলে দেওয়া র ছবি সম্বলিত এক ক্যালেন্ডার তুলে দেন।যা দিল্লীতে প্রধানমন্ত্রীর হাতে তুলে  দেওয়া হয়।অসমের পরম্পরা গত পুরাকীর্তির নানা স্থানের  নিদর্শন তুলে ধরা হয়েছে এই ক্যালেন্ডারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.