Header Ads

শঙ্করদেব নগরে জেলা পুনর্বহালের দাবিতে১১জানুয়ারি ধর্ণায় বসুন

০৯ জানুয়ারি '২৩, সোমবার। হোজাই জেলা সদর শংকরদেব নগরে  চলুন। হোজাই জেলা বিলুপ্তির বিরুদ্ধে হোজাই জিলা পুনর্বহাল দাবি সমন্বয় সমিতির সদস্য/সদস্যাগণ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ধর্নায় বসবেন -হোজাই জেলাকে অতিসত্তর বিনাসর্তে পুনর্বহালের দাবিতে।
আমিও ধর্নায়বসব। আপনিও আসুন। জাতি- ধর্ম- বর্ণ- রাজনীতি নির্বিশেষে সবাই আসুন, জেলা পুনর্বহালের দাবিতে ধর্নায় বসুন। সরকারকে জানিয়ে দিন যে ,সরকারের তুগলকি সিদ্ধান্তে হোজাই বাসীকে অপমান করেছে। হোজাই জেলাকে পূর্বাবস্থায় পুনর্বহাল করতেই হবে। অন্যথায়, আন্দোলন শুরু, চলছে, চলবে।
জয়হিন্দ। বন্দেমাতরম। ধর্না শুরু হবে সকল ১১ টা থেকে, চলবে ০২ টা পর্যন্ত।
ইতি
বিজয় চক্রবর্ত্তী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.