Header Ads

অরুণাচল সীমান্তে ডেটনেটর বিস্ফোরণ

অসম-অরুণাচল সীমান্তে ডেটোনেটর বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য...
স্টাফ রিপোর্টার, শোণিতপুর 6 জানুয়ারি:  স্কুলের একটি ছাত্রীর হাতে ডিটেনেটর বিস্ফোরণ হওয়ায় সমগ্র অঞ্চলটিতে চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অসম-অরুণাচল সীমান্ত অর্থাৎ ভালুকাপং এর বান্দুগুড়ি এলাকায় স্কুল শেষে বাড়িতে ফেরার সময় এক ছাত্রী একটি ডেটোনেটর মাটিতে পড়ে থাকতে দেখে। তিনি এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ থাকায় এটি খেলনা বা কোনো কাজে ব্যবহার করা যেতে পারে ভেবে ছাত্রীটি জীবিত ডেটোনেটরটি বাসায় নিয়ে যাওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ছাত্রীটির একটি আঙুল উড়ে গেছে, ঘটনার পরপরই ওই ছাত্রীকে চিকিৎসার জন্য তেজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পরে, সন্ধ্যায়, স্থানীয় পুলিশ এবং 17 আসাম রাইফেলসের অফিসার সহ কিছু জওয়ান ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনে আসা দলটি বলছে, পাহাড় ভাঙতে প্রায়ই এ ধরনের ডেটোনেটর ব্যবহার করা হয়। কিন্তু ওই দলটি আরও বলছে এই ডেটোনেটর কোথা থেকে এখানে এলো আর কে এনেছে...?? পুলিশ ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছে। অন্যদিকে, তথ্য অনুযায়ী, আহত ছাত্রীটিকে উন্নত চিকিৎসার জন্য তেজপুর থেকে গুয়াহাটিতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.