পরেশ বড়ুয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে" ভাইটি "বলে সম্বোধন করেন
নয়া ঠাহর,গুয়াহাটি ,টিভি চ্যানেল নিউজ লাইফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ এ আলফার স্বঘোষিত কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া আজ এক টক শোযে অংশগ্রহণ করে স্পষ্ট জানিয়ে দেন আলফা সরকারের সঙ্গে আলোচনায় রাজি তবে মাথা নত করে আলোচনা করতে রাজি নয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লীতে জানান আলফার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার যোগাযোগ যাচ্ছে।তিনি আশাবাদী নতুন বছরে আলফা সমস্যা সমাধান হবে।আজ এই প্রথম বার পরেশ বড়ুয়া টিভির পর্দায় প্রকাশ্যে এসে আলফার নীতি নিয়ে অভিমত জানানোর সময় মুখ্যমন্ত্রী কে নিজের ভাই বা ভাইটি বলে সম্বোধন করেন।
কোন মন্তব্য নেই