Header Ads

নেতাজী জন্ম দিন ২৩ জানুয়ারি, আন্দামানের২১ টি দ্বীপের নামকরণ করবেন প্রধান মন্ত্রী

নয়া ঠাহর,গুয়াহাটি: প্রধান মন্ত্রী মোদি  আন্দামানের মাটিতে নেতাজির নামে জাতীয়   মেমোরিয়ালের  ভিত্তিপ্রস্তর স্থাপন  করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাল সেখানে যাবেন। প্রসঙ্গত ২০১৮ সালে প্রধানমন্ত্রী আন্দামানের নীল দ্বীপ এবং  হ্যাভলক দ্বীপের নামকরণ করেছিলেন  যথাক্রমে  শাহিদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ।পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বীর দের নামে ২১দ্বীপের নামকরণ করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.