Header Ads

সিবসাগরের মৈদাম কে হেরিটেজ হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে

নয়া ঠাহর, গুয়াহাটি :অসমের  চড়াইদেও জেলার মই দাম এর সমাধি  ক্ষেত্র গুলিকে রাষ্ট্রিয় হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিচ্ছে।অসমের আদি রাজা চুকফা বংশের রাজা মহারাজদের সমাধি দেওয়া হয়েছে এই সব স্থানে যা মাইদাম হিসাবে পরিচিত। রাজাদের সমাধি ক্ষেত্রে  মৃতের সাজ পোশাক সোনাদানা আসবাবপত্র সবই  কবরে রাখা হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.